1) বর্তমানে পশ্চিমবাংলায় মোট বনের পরিমা
উত্তর--8300 বর্গ কিমি
2) পরিবেশ দূষণের প্রকারভেদ হলো
উত্তর--পাঁচ প্রকার
3) মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায়
উত্তর--50 দিন
4) মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায়
উত্তর--7 দিন
5) মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায়
উত্তর--5 মিনিট
6) যানবাহনের দরুন বায়ু দূষণের পরিমাণ হলো
উত্তর--60শতাংশ
7) একটি সালফার ঘটিত দূষণ গ্যাস হল
উত্তর--সালফার ডাই
8) উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে
উত্তর--ওজন
9) কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে
উত্তর--কীটনাশক ও আগাছা নাশক
10) রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেই
উত্তর--সিসা
11) সি এফ সি গ্যাস নির্গত হয়
উত্তর--ফ্রিজ তৈরীর কারখানা থেকে
12)উপক্রান্তীয় অঞ্চল দেখা যায় কোথায় ?
উত্তর--উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতে
13)ম্যানগ্রোভ জাতকীয় উদ্ভিদ দেখা যায় কোথায়
উত্তর--সুন্দরবন
14)এশিয়ার তৃণভূমিকে কি বলে
উত্তর--স্টেপ
15)বাস্তু তন্ত্র সম্পর্কিত পঠন-পাঠন কে কি বলে
উত্তর--ইকোলজি
16)ব্যাংক হলো একটি
উত্তর--দ্বিতীয় শ্রেণীর খাদক
17)লবণাম্বু উদ্ভিদ জন্মায় কোথায়
উত্তর--লোনা মাটিতে
18)মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত
উত্তর--25 সেমির ক কম
19)লাইকেন কি
উত্তর--ছত্রাক ও শৈবালের সহাবস্থান
20)ঝিনুক জাতীয় প্রাণী রা হলো
উত্তর--খাদক
21)ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় মূলত
উত্তর--মরুভূমিতে
ভারতবর্ষে বনভূমি দেখা যায় সাধারণত
উত্তর--পাঁচ প্রকার
22)সাব আলপাইন হল এক প্রকার
উত্তর--বনাঞ্চল
23)একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও
উত্তর--প্রাকৃতিক গ্যাস