Translate

দুর্গাপুর কে ' ভারতের রূর' বলার কারণ

  জার্মানির বিখ্যাত রাইন নদীর ডান তীরের ক্ষুদ্র  উপনদীর নাম রুর । রুরু উপত্যাকায়  উন্নতমানের কয়লা পাওয়া যায় । এই কয়লাখনি কে কেন্দ্র করে  রুর উপত্যাকায় বড় বড় লৌহ ইস্পাত , ভারী যন্ত্রপাতি , রাসায়নিক দ্রব্য  উৎপাদন প্রভৃতি কারখানা গড়ে উঠেছে ।  সমগ্র অঞ্চলটি রূর শিল্পাঞ্চল নামে  খ্যাত । দামোদর উপত্যকার  রানীগঞ্জ , অন্ডাল ,  দিসেরগড় প্রবৃদ্ধি কয়লা খনি কে কেন্দ্র করে নিকটবর্তী  দুর্গাপুরেও লৌহ স্থাপিত , ভারী যন্ত্রপাতি , রাসায়নিক সার প্রভৃতি কারখানা  নির্মিত হয়েছে । এর জন্য দূর্গাপুর কে 'ভারতের রূর' বলা হয় ।

    ।