ভারতের মধ্যে প্রথম ( মহিলা )
:- শ্রীমতী প্রতিভা সিং প্যাটেল
2. প্রথম রাজ্যপাল
:- শ্রীমতী সরোজিনী নাইডু (উত্তরপ্রদেশ)
3. প্রথম প্রধানমন্ত্রী
:-শ্রীমতী ইন্দিরা গান্ধি
4. প্রথম কেন্দ্রীয়মন্ত্রী
:-রাজকুমারী অমৃতা কাউর
5. প্রথম মুখ্যমন্ত্রী
:-শ্রীমতী সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ)
6. প্রথম রাষ্ট্রমন্ত্রী
:- শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত
7. প্রথম কোনো রাজ্যের অধ্যক্ষ
:- শ্রীমতী শানো দেবী
8. প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি
:-জাস্টিস মীরাসাহেব ফতিমা বিবি
9. প্রথম হাইকোর্টের বিচারপতি :
:-আন্নাচণ্ডী
10. প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি
:- জাস্টিস লীলা শেঠ
11. প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি
:-শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত
12. প্রথম আই. এ. এস. অফিসার
:- আন্না রাজম জর্জ
13. প্রথম আই. পি. এস অফিসার
:- কিরণ বেদী
14. প্রথম মাউন্ট এভারেস্ট বিজয়ী
:- বাচেন্দ্রী পাল
15. প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী
:- কুমারী আরতি সাহা
16. প্রথম আন্টার্কটিকা অভিযানকারী
:-মেহের মুজ
17. প্রথম জিব্রাল্টার প্রণালী বিজয়ী
:- আরতি প্রধান
18. প্রথম নোবেল পুরস্কার বিজয়ী
:- মাদার টেরিসা
19. প্রথম অস্কার পুরস্কার বিজয়ী
:- ভানু আবাইয়া
20. প্রথম ভারতরত্ন পুরস্কার বিজয়ী
:- শ্রীমতী ইন্দিরা গান্ধি
21. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী
:- শ্রীমতী আশাপূর্ণা দেবী
22. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী
:- শ্রীমতী দেবিকা রানি চৌধুরি
23. প্রথম নির্বাচন কমিশনার
:- শ্রীমতী ভি. এস. রমাদেবী
24. প্রথম মিস ওয়ার্ল্ড
:- রিতা ফারিয়া
25. প্রথম মিস ইউনিভার্স
:- সুস্মিতা সেন।
26. প্রথম মহাকাশচারী
:- ড. কল্পনা চাওলা
27. প্রথম কংগ্রেস সভাপতি
:- অ্যানি বেসান্ত
28. প্রথম ইংরেজি ভাষায় কবি
:- তরু দত্ত
29. প্রথম অভিনেত্রী
: -জুবেইদা / কমলাবাই গোখলে
30. প্রথম পৃথিবী ভ্রমণ
:- উজ্জ্বল বাই
31. প্রথম সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ,পদ্মবিভূষণ, ভারতরত্ন জয় করেছেন
:- শুভলক্ষী
32. প্রথম চিত্রকর
:- সুনয়নী দেবী
33. প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী ও রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন
:- নার্গিস দত্ত
34. প্রথম রাষ্ট্রদূত
:- বিজয়লক্ষ্মী পণ্ডিত
35. দিল্লির সিংহাসনে আসীন প্রথম মুসলমান মহিলা
:-রাজিয়া সুলতানা
36. প্রথম মহিলা জজ
:- এ্যানা চান্দী
37. প্রথম মহিলা দিল্লির শাসক।
:- রাজিয়া সুলতানা
38. প্রথম মহিলা বিমান পাইলট
:- দুর্বা ব্যানার্জি
39. ভারতে বৃহত্তম ব্যাংকের (SBI) প্রথম মহিলা চেয়ারপার্সন
:- অরুন্ধতী ভট্টাচার্য
40. প্রথম মহিলা বুকার পুরস্কার প্রাপক
:- অরুন্ধতী রায়
41. ভারতরত্নে ভূষিত প্রথম মহিলা সংগীত শিল্পী
:- এম. এস. শুভলক্ষ্মী
42. প্রথম মহিলা এশিয়াডে সোনাজয়ী
:- কমলজিৎ সিং সাধু
43. প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী
:- কর্নম মালেশ্বরী
44. প্রথম মহিলা বিদেশসচিব
:- লক্ষ্মী এন. মেনন
45. প্রথম মহিলা ব্যারিস্টার
:- কর্নেলিয়া সোরাবজী
46. প্রথম মহিলা কনিষ্ঠতম এভারেস্ট আরোহণকারী
:- মালাবত পূর্ণা
47. প্রথম মহিলা দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার
:- মিতালী রাজ
48. প্রথম মহিলা স্থলবাহিনীর লেফটেনেন্ট জেনারেল
:- পুনিতা অরোরা
49. প্রথম মহিলা (বাংলা সাহিত্যে) উপন্যাসিক
:- স্বর্ণকুমারী দেবী
50. প্রথম মহিলা দাবায় গ্র্যান্ডমাস্টার
:- কোনেরু হাম্পি
51. প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার
:- সোনালি ব্যানার্জি
-----------------------*-------------------*-----------------------
ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক
1. ভারতে প্রথম নোবেল পুরস্কার জেতেন
:- রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্যে)
2. ভারতে প্রথম পদার্থবিদ্যায় নোবেল জেতেন
:- সি. ভি. রমন(1930)
3. ভারতে প্রথম চিকিৎসাশাস্ত্রে নোবেল জেতেন
:- হরগোবিন্দ খোরানা (1968)
4. ভারতে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার জেতেন
:- মাদার টেরেসা (1979)
5. ভারতে প্রথম অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার জেতেন
:- অমর্ত্য সেন (1998)