ভূমিকা :ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য বিস্তারের ইতিহাসে পলাশির যুদ্ধ (১৭৫৭ খ্রিস্টাব্দ) ও বক্সারের যুদ্ধ (১৭৬৪ খ্রিস্টাব্দ) ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।
সাদৃশ্য : পলাশি ও বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় ব্যাবসাবাণিজ্যে একচেটিয়া অধিকার বৃদ্ধি পায় ও নবাবের সার্বভৌম ক্ষমতায় তারা হস্তক্ষেপ করতে থাকে।
.
বৈসাদৃশ্য :
1.পলাশির যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয় এবং এই যুদ্ধ শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল। অন্যদিকে বক্সারের যুদ্ধে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরাজিত হওয়ায় দিল্লির সার্বভৌম ক্ষমতা বিনষ্ট হয়।
2. পলাশির যুদ্ধের পরও বাংলার নবাবের হাতে কিছু রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব ছিল কিন্তু বক্সারের যুদ্ধের পর সমস্ত ক্ষমতা ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায় ও বাংলার নবাব তাদের হাতের পুতুলে পরিণত হন।
3. পলাশির যুদ্ধ ছিল একটি খণ্ডযুদ্ধ কিন্তু বক্সারের যুদ্ধ ছিল এক পূর্ণমাত্রার যুদ্ধ।