Translate

"ভাষা আমার কাছে রামধনুর মতো"

                                 RUBEL MALITHA



"ভাষা আমার কাছে রামধনুর মতো"

কখনো নীল কখনো বা কালো । 


ভাষা কখনো প্রেম নিবেদন করে,

          কখনো বা প্রত্যাখ্যান করে। 

"ভাষা আমার কাছে রামধনুর মতো" 


ভাষা কখনো সুখ দেয়,

          কখনো কষ্ট দেয়।


ভাষায় অনুপ্রেরণা;

         ভাষায় সম্পর্ক ।

ভাষা কখনো মিষ্টি,

         আবার কখনো বা তেতো । 

"ভাষা আমার কাছে রামধনুর মতো" 


ভাষা চাইলে তুমি তুই হয়, কিন্তু তুই কখনো তুমি হয়না ।

ভাষা কখনো গরীবের ;

         কখনো ধনীদের ।     

                  ভাষার মধ্যেই সর্বরঙ । 

তাই ,

       "ভাষা আমার কাছে রামধনুর মতো" ।