RUBEL MALITHA
হে কৃষক তোমরাই ধনী ব্যক্তি
তোমাদের ঠাঁয়ে বেঁচে আছি আমরা শত শত
মানুষ
সকাল হতে সন্ধ্যা কাজ করো আনন্দে
আনন্দ তো নয় যেন কষ্টের বোঝা
তবুও তোমরা চাষ কর আনন্দে সকাল হতে সন্ধ্যা
হে কৃষক তোমরাই ধনী ব্যক্তি
তোমাদের ঠাঁয়ে বেঁচে আছি আমরা শত শত
মানুষ
তবুও তোমরা আজ সমাজে অবহেলিত
পাওনা সঠিক সম্মান
তবুও জানাই তোমাদের দ্বারে
শতকোটি প্রণাম