1) বায়ুমণ্ডলের উপাদান সমূহ মূলত কোনগুলি ?
উত্তর :- বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প ধূলিকণা কনিকা
2) ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে ?
উত্তর :- 80 কিলোমিটার
3) বায়ুপ্রবাহ ঝড় মেঘ বৃষ্টি কুয়াশা প্রভৃতি বায়ুমন্ডলের কোন স্তরে হয়ে থাকে ?
উত্তর :- ট্রপোমন্ডল
4) কোনটি আবহাওয়া বৈশিষ্ট্য ?
উত্তর :- কোন এলাকার দৈনন্দিন বায়ুর তাপ চাপ বায়ুপ্রবাহের গর্ভাবস্থা
5) কোনটি জলবায়ু নিয়ামক ?
উত্তর :- মৃত্তিকা অক্ষাংশ
6) বায়ু প্রবাহ কি ?
উত্তর :- ভূপৃষ্ঠের অনুভূমিক সমান্তরালে বায়ু প্রবাহিত হওয়া
7) কোনটি বায়ু প্রবাহের প্রভাব ?
উত্তর :- ভূমিক্ষয়
8) বায়ু প্রবাহের ফলে কোন যন্ত্র ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় ?
উত্তর :- ঘূর্ণি যন্ত্র
9) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্তর একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে ! এই নিয়মে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় !
উপরোক্ত এই বিষয়টি কোন সূত্র মেনে চলে ?
উত্তর :- ফেরেলের সূত্র
10) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় কারণ -
উত্তর :- পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল !
11) কোনটি স্থানীয় বায়ুর উদাহরণ নয় ?
উত্তর :- মৌসুমী
12) ফেরেলের সূত্র অনুযায়ী কোনটি বায়ু প্রবাহের দিক ?
উত্তর :- উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে
13) সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ যুক্ত বায়ু মূল ভাগের দিকে প্রবাহিত হয় কারণ এটি -
উত্তর :- সমুদ্র বায়ু
14) বৃষ্টিপাত কয় প্রকার ?
উত্তর :- 4
15) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোন ঢালে বৃষ্টিপাত ঘটে ?
উত্তর :- প্রতিবাত
16) সংঘর্ষ বৃষ্টিপাত কোন দুটি বায়ুর মুখোমুখি হয় ?
উত্তর :- উষ্ণ ও শীতল
17) বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয়বাষ্প কোথায় মিশে যায় ?
উত্তর :- বায়ুমন্ডলে
18) বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নির্ভর করে কোনটির উপর ?
উত্তর :- বায়ুর উষ্ণতা
19) বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত ?
উত্তর :-1% এর কম
20) গ্রীন হাউজ গ্যাস কোনগুলি ?
উত্তর :- কার্বন ডাই অক্সাইড ও মিথেন
21) জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি ?
উত্তর :- খরা বন্যা জলোচ্ছ্বাস
22) জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের কয়টি ঝুঁকি টি কি পূর্ণ দিক চিহ্নিত করেছেন ?
উত্তর :- 5 টি
23) বর্তমানে জলবায়ু পরিবর্তনের পরিবেশের তাপ শোষণ এর মাত্রা বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধি করেছে ! তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে !
এই উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া টি কে কি বলে ?
উত্তর :- গ্রীন হাউজ প্রভাব
24) তুল্য আদ্রতা পরিমাপ পদ্ধতি হলো -
উত্তর :- হাইগ্রোমিটার
25) তুল্য আর্দ্রতার সঙ্গে কিসের সম্পর্ক আছে ?
উত্তর :- শিশিরাঙ্ক এর ধোঁয়ার মতো
26) কুয়াশা দেখতে কিসের মত ?_
উত্তর :- ধোঁয়ার মতো
27) কোনটি মেঘের বৈশিষ্ট্য নয় ?
মেঘ ও বজ্রঝড় একই বস্তু নয়
28) অনুভূমিক বায়ু সঞ্চালন ও বিকিরণ জনিত কুয়াশার বৈশিষ্ট্য ?
উত্তর :- সমুদ্র উপকূল ও বৃহৎ হদে এই ধরনের কুয়াশা দেখা যায়
29) মেঘ কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর :-3
30) কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে ?
উত্তর :- মধ্যাকর্ষণ শক্তি
31) বায়ুমন্ডলে শতকরা কত ভাগ ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 29 কিলোমিটারের মধ্যে অবস্থিত ?
উত্তর :-87
32) বায়ুমন্ডলের প্রধান উপাদান কোনটি ?
উত্তর :- নাইট্রোজেন
33) বায়ুমন্ডলের কোন উপাদান প্রাণীর শ্বাসকার্যের জন্য অপরিহার্য ?
উত্তর :- অক্সিজেন
34) উপাদানগত দিক থেকে বায়ুমন্ডলকে প্রধানত কটি স্তরে বিভক্ত করা যায় ?
35) বায়ুর গভীরতা বা উচ্চতার ভিত্তিতে বিজ্ঞানীরা বায়ুমণ্ডল কে কটি স্তরে বিভক্ত করেছে ?
উত্তর :-4 টি
36) ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমন্ডলের কোন স্তর রয়েছে ?
উত্তর :- ট্রপোস্ফিয়ার
37) বায়ুমণ্ডলীয় ওজোন গ্যাসের বেশিরভাগ কোন স্তরে থাকে ?
উত্তর :- স্ট্রাটোস্ফিয়ার
38) সাধারণত বায়ুমণ্ডলের কত সময়ে অবস্থাকে আবহওয়া বলা হয়ে থাকে ?
উত্তর :-5-10 বছর
39) ভূপৃষ্ঠের জলবায়ুর বিভিন্নতা দেখা যায় কোনটির ভিত্তিতে ?
উত্তর :- বৃষ্টিপাতের
40) 1° অক্ষাংশের পার্থক্যের জন্য তাপমাত্রার পার্থক্য কত হয় ?
উত্তর :-1 সেন্টিগ্রেড
41) বায়ু প্রবাহের সঙ্গে কোনটি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয় ?
উত্তর :- জলীয় বাষ্প
42) মেরু অঞ্চলের বায়ুতে কোনটির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে ?
উত্তর :- জলীয় বাষ্প
43) নিরক্ষরেখা থেকে 5° উত্তর ও 5° দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন বায়ুচাপ রেখাটি অবস্থিত ?
উত্তর :- নিম্নচাপ বলয়
44) সমুদ্র সমতলে 1 বর্গ সেন্টিমিটার স্থানে বায়ুর চাপ কত হয় ?
উত্তর :-1.03 কেজি
45) বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় ?
উত্তর :- ব্যারোমিটার
46) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কিরূপ হয় ?
উত্তর :- কমে যায়
47) ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় আছে ?
উত্তর :- 7 টি
48) ক্রান্তীয় উচ্চচাপ বলয় কোন অংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত ?
উত্তর :-25-35
49) হালকা বায়ু কোথায় যায় ?
উত্তর :- উপরে উঠে যায়
50) উত্তর গোলার্ধের বায়ু কোন দিকে প্রবাহিত হয় ?
উত্তর :- ডানদিকে
51) উত্তর গোলার্ধে যেদিকে বায়ু প্রবাহিত হয় সে পিছন দিকে ফিরে দাঁড়ালেন ডানদিকের বায়ু থেকে বাম দিকের বায়ুচাপ কম থাকে এবং দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা হয় - বায়ুপ্রবাহের এই সূত্রটির নাম কি ?
উত্তর :- উত্তর দিকে
52) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে ?
উত্তর :- প্রত্যয়ন বায়ু
53) মেরু বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তর:- শীতল ও ভারী
54) দক্ষিণ - পূর্ব আয়ন বায়ু কত কিলোমিটার বেগে প্রবাহিত হয় ?
উত্তর :- 23
55) সাময়িক বায়ু প্রবাহ কয় ধরনের হয় ?
উত্তর :- 6
56) বায়ুর প্রধান কাজ কটি ?
উত্তর :- 2 টি
57) কিভাবে জুই গেন সৃষ্টি হয় ?
উত্তর :- সঞ্জয়ের ফলে
58) কোন কোন মরুভূমিতে শিলা অসমান ভাবে ক্ষয়প্রাপ্ত হয় নিচের অংশ খুব সরু এবং উপরের অংশ চওড়া আকৃতির হয়ে অবস্থান করলে তাকে কি বলে ?
উত্তর :- বালিয়াড়ি
59) মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায় কোনটি ?
উত্তর :- বালুকণা
60) মাথার দিকে বালিয়াড়ি সঞ্চিত হয়ে অগ্রসর হলে তাকে কি বলে ?
উত্তর :- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি