সেট -4
1. ECOLOGY শব্দটি যে দুটি গ্রীক শব্দ থেকে এসছে তার অর্থ কী?
উঃ গ্রীক শব্দ ওইকস্ (Oikos) যার অর্থ হল বাসস্থান, এবং লোগোস (Logos) যার অর্থ হল জ্ঞান, এই দুই এর মিশ্রণে ইকোলজি শব্দটি গঠিত।
2. কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার অপকারীও বটে?
উঃ কার্বন ডাই অক্সাইড।
3. TV 3 USEPA এর পুরো কথাটি কী?
উঃ TLV – Thracehold Limit value.
USEPA - United States Environmental Protection Agency.
4. মৃগকানন আছে পশ্চিমবঙ্গের এমন দুটি স্থানের নাম লেখ।
উঃ বেথুয়াডহরি, বল্লভপুর।
5. ভারতের বন আইন কবে প্রচলিত হয়?
উঃ ১৯৮০ সালে।
6. বায়ুমণ্ডলের কোন গ্যাসটি অম্লবৃষ্টির জন্য দায়ী?
উঃ সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড।
7. মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী?
উঃ পারদ।
৪. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল?
উঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।
9. সাইলেন্ট ভ্যালী কোথায় অবস্থিত?
উঃ কেরালায়।
10. ফ্লাই অ্যাস বা উড়ন্ত ছাই-এর প্রধান উৎস কী?
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
11. ভারতের খরা প্রবণ অঞ্চলগুলির নাম লেখ।
উঃ রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা এবং উত্তরপ্রদেশ।
12. জলে খাদ্যশৃঙ্খল চিহ্নিত কর।
উঃ বোয়াল মাছ →পুঁটি মাছ → প্ল্যাঙ্কটন শৈবাল।
13. প্রধান প্রধান বায়োম গুলি কী কী?
উঃ বায়োম দুই প্রকারের। স্থলীয় বায়োম ও জলীয় বায়োম।
স্থলীয় বায়োম চার প্রকারের তুন্দ্রা বায়োম, বনাঞ্চলীয় বায়োম, তৃণভূমি বায়োম, মরু বায়োম। জলীয় বায়োম তিন প্রকারের মিষ্ট জলের বায়োম, ঈষৎ লবণাক্ত জলের বায়োম, মরু বায়োম।
14. সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী?
উঃ সচতেনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা।
15. ভূগর্ভস্থ জলের অত্যাধিক উত্তোলনের জন্য কী কী সমস্যা হয়?
উঃ গ্রীষ্মকালে পানীয় জলের অভাব, মাটির রূপান্তর।
16. গ্রীন হাউস প্রভাব না থাকলে কী হত?
উঃ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত না।
17. পরিবেশ নীতির ভিত্তি কী?
উঃ সুষ্ঠ পরিবেশ সংরক্ষণ।
18. জার্ম প্লাজম সংরক্ষণের গুরুত্ব কী কী?
উঃ ক। জনবিস্ফোরণের চাপে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং মানুষের কল্যাণে জার্মপ্লাজম সংরক্ষণ জরুরী।
খ। জার্মপ্লাজম সংরক্ষণের জন্য বিশেষ গুণসম্পন্ন শস্য উৎপাদন সম্ভব হয়েছে ও সবুজ বিপ্লব ঘটেছে।
19. বিভিন্ন প্রকারের জলদূষণ কী কী?
উঃ ক। রাসায়নিক সার, কীটনাশক ঔষধপত্র জলে মিশ্রিত হলে।
খ। ঘর গৃহস্থালীর দৈনন্দিন আবর্জনা জলে যুক্ত হওয়ার ফলে।
গ। শিল্পের আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশ্রিত হওয়ার ফলে।
ঘ। অতিরিক্ত ডিটার্জেন্ট ব্যবহার করা যা অবশেষে জলাশয়ে মিশ্রিত হয়।
20. উৎস অনুসারে কোলাহলের প্রকারভেদ কী কী?
উঃ পরিবহন জাত, শিল্পজাত গার্হস্থ্য ও পারিপার্শ্বিক কোলাহল।
21. AIDS এর পুরো নাম কী?
উঃ Acquird Immune Deficiency Syndrome Acquird Immunodeficiency Syndrome (অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম)।
22. টিউবওয়েলের জলে যে দুটি মৌলের উপস্থিতি স্বাস্থ্য সমস্যার কারণ হয়েছে সেগুলি কী কী?
উঃ আর্সেনিক, ক্যাডমিয়াম ।
23. করে এবং কোথায় জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত
উঃ ১৯৭১ সালে ইরাণের রামসার-এ।
24. ভারতবর্ষের দুটি জায়গার নাম কর যেখানে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ উম্বে ও রানা প্রতাপসাগর
25. ২০০৪ সালের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় কোনটি? সেটির উৎপত্তিস্থল কোথায় ছিল?
উঃ সুনামি। ভারত মহাসাগরের সুমাত্রা, জাভা।
26. অশ্বজীবমণ্ডল বলতে কী বোঝ?
উঃ অশ্বজীবমণ্ডল হল ভূ-পৃষ্ঠের কয়েক মিটার গভীরতা পর্যন্ত এবং কয়েক হাজার মিটার পর্বতপৃষ্ঠ পর্যন্ত পরিধি।
27. জৈবসম্পদ কী?
উঃ আমাদের জীবনে অপরিহার্য প্রাণী ও উদ্ভিদজাত সম্পদকে জৈব সম্পদ বলা হয়।
28. গৌণ উৎপাদনশীলতা কী?
উঃ যে হারে প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় খাদকশ্রেণী যথাক্রমে পরবর্তী নীচের স্তরের খাদ্য গ্রহণ করে জীবভর উৎপাদন করে তাকে গৌণ উৎপাদনশীলতা বলে।
29. গ্রীন বেঞ্চ কী?
উঃ উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য ১৯৮৬ সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় তা গ্রীন বেঞ্চ নামে খ্যাত।
30. ধোঁয়াশা কী?
উঃ গাড়ি, কারখানার চিমনি ও উনুনের ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে যে কুয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে।
31. ভারতের প্রধান প্রধান পরিবেশ আইন সমুহের চারটির নাম কর।
উঃ দি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ১৯৭২, দি ওয়াটার অ্যাক্ট ১৯৭৪, দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ১৯৮০, দি এয়ার অ্যাক্ট ১৯৮১।
32. পেস্ট নিয়ন্ত্রণ সম্পর্কে কী জান?
উঃ জৈব পেস্ট নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শত্রু খাদক ও পরজীবীর সাহায্য নিয়ে। অবাঞ্ছিত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। যেমন- অস্ট্রেলিয়ার লেডি বার্ড বিটল পতঙ্গের সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লেবুর ক্ষেত ধ্বংসকারী কটনি কুশন স্কেল নামক পতঙ্গটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
33. অধঃগ্রীষ্মমণ্ডলীয় বনভূমির বৈশিষ্ট্য কী?
উঃ ক। এই বনভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি।
খ। সারা বছর মোটামুটিভাবে ঠাণ্ডা থাকলে ও শীতকালে তাপমাত্রা একটু বেড়ে যায়।
গ। শীতকাল ও গ্রীষ্মকালের গড় তাপমাত্রার পার্থক্য কম।
34. বসতি কাকে বলে?
উঃ মানুষ, প্রাণী বা উদ্ভিদের অবস্থানকে যে পরিবেশ সুনিশ্চিত করে তাকে বসতি বলা হয়।
35. 'ইকোলজি' শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে জার্মান জীববিজ্ঞানী আরনস্ট হেকেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন।
36. জীবাশ্ম জ্বালানীর দুটি উদাহরণ দাও।
উঃ কয়লা, পেট্রোল।
37. বর্তমানে ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা কত?
উঃ ১৯৯৭ সালের হিসাব অনুযায়ী ৪৪১ টি।
38. জলাভূমির সংজ্ঞা দাও।
উঃ জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের মাঝামাঝি জায়গাকে জলাভূমি বলা যেতে পারে। জলাভূমি হল প্রকৃতির বৃদ্ধ বা কিডনি।
39. Silent Spring গ্রন্থটি কার লেখা।
উঃ মার্কন যুক্তরাষ্ট্রের শ্রীমতী র্যাচেল কার্সন এই বইটির রচয়িতা।
40. মানব বিকাশের সবকটি ক্ষেত্রে ভারতের কোন রাজ্য এগিয়ে?
উঃ কেরালা।
41. ভারতের মোট বাস্তুচ্যুত জনগণের কত শতাংশ উপজাতি?
উঃ প্রায় ৪০ শতাংশ।
42. সাইলেন্ট ভ্যালী প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে?
উঃ কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ আন্দলন করে।
43. মোটর গাড়ীর ধোঁয়ায় যেসব বায়ুদূষক থাকে তার মধ্যে দুইটির নাম কর।
উঃ নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড।
44. মৃত্তিকা ক্ষয় কাকে বলে?
উঃ বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে ভূমির উপরিভাগের মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে ৷
45. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখ।
উঃ কোলাঘাট, ফারাক্কা, ব্যাণ্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র।
46. ভারতবর্ষের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম লেখ?
উঃ ভাকরা নাঙ্গাল, হিরাকুঁদ।
47. সৌরতাপ শক্তির দুটি ব্যবহারের উল্লেখ কর।
উঃ ক। সূর্যালোকের তাপশক্তিকে কাজে লাগিয়ে রান্নার কাজ করা হয়।
খ। সৌর বিদ্যুতের সাহায্যে আলো জ্বালানো হয়।
48. দূষণমুক্ত দুটি শক্তির নাম লেখ।
উঃ সৌরশক্তি, বায়ুশক্তি।
49. বর্তমানে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মোটামুটির পরিমাণ কত?
উঃ ২৫৬ PPMI
50. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয়।
51. নিরাপদমাত্রা কাকে বলে?
উঃ যে দূষক একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করে এবং জীবকূলের উপর প্রভাব ফেলে সেই নির্দিষ্ট সহনশীল মাত্রাকে নিরাপদ মাত্রা বলে। যেমন- শব্দ দূষণের ক্ষেত্রে নিরাপদ মাত্রা হল ৪০-৬০ ডেসিবেল।
52. বায়ুদূষণ বলতে কী বোঝ?
উঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাইরে পারিপার্শ্বিক বায়ুতে মানুষ ও তার পরিবেশের ক্ষতি সাধনকারী পদার্থের ঘনত্বের বৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিকে বায়ুদূষণ বলে।
53. গঙ্গাদূষণ এর একটি কারণ লেখ।
উঃ ২৭ টি শহরের গৃহস্থালির বর্জ্যপদার্থ ও কলকারখানা গুলির নোংরা আবর্জনা গঙ্গায় নিক্ষেপ।
54. গ্রীন হাউস প্রভাবের জন্য মুখ্যভাবে দায়ী এমন একটি গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন ডাই অক্সাইড।
55. চিপকো আন্দোলন কী?
উঃ অনেককাল আগে উত্তরভারতের কোন গ্রামে সেখানকার রাজা কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গ্রামের চারপাশের গাছগুলি কাটবার জন্য লোকজন পাঠিয়েছিলেন। যেহেতু এই গাছগুলি ছিল গ্রামবাসীদের কাছে খুব প্রিয় ভাই গ্রামের মহিলারা গাছগুলিকে দুহাতে জড়িয়ে ধরলেন। ফলে রাজার লোকজন ব্যর্থ হয়ে ফিরে যায়। এই ঘটনার সাদৃশ্যে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে। ‘চিপকো' কথাটির উৎপত্তি। এই আন্দোলনের প্রধান দাবি হল - গাছ বাঁচাও, গাছ কাটা বন্ধ কর।
56. ঘূর্ণবাত বলতে কী বোঝ?
উঃ পৃথিবীপৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈশম্য দেখা যায় এই বৈষম্য দূর করার জন্য বা চাপের সমতা রক্ষার জন্য চারদিকের উচ্চচাপযুক্ত শীতল বায়ু একটি কেন্দ্রের দিকে ধেয়ে যায় এবং কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়। এই কেন্দ্রমুখী বায়ুকে ঘূর্ণবাত বলে।
57. ওড়িশার সুপার সাইক্লোন কোন সালে ঘটেছিল?
উঃ ২৯ শে অক্টোবর ১৯৯৯ সালে।
58. মানবসম্পদ বলতে কী বোঝ?
উঃ মানুষের বুদ্ধি, শ্রম যখন প্রত্যক্ষ বা পরক্ষভাবে উৎপাদনের সাথে যুক্ত হলে তখন সেই মানুষকে বলা হয় মানব সম্পদ।
59. পরিবেশ বলতে কী বোঝ?
উঃ আমাদের চারপাশের মাটি, জল, জঙ্গল, মরুভুমি, সমুদ্র, পাহাড়-পর্বত সেখানকার আলো, বাতাস, অন্ধকার এবং আমাদের প্রতিবেশী পশু-পাখী, কীট পতঙ্গ, জীবজন্তু, জীবানু, উদ্ভিদ এবং মানুষ - এদের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আমাদের যে পরিবেষ্টনী বা মাধ্যম তাকে পরিবেশ বলে।
60. সংস্কৃতির সংজ্ঞা দাও।
উঃ 'সংস্কৃতি' শব্দটি ক্ষুদ্র ও ব্যাপক দুই অর্থেই ব্যবহৃত হয়। ক্ষুদ্র অর্থে সংস্কৃতি বলতে মার্জিত রুচি বা অভ্যাসজাত উৎকর্ষকে বোঝানো হয়। সংস্কৃতির অন্যতম আদি ব্যাখ্যাকর্তা E.B. Tylor-র মতে, ‘সমাজের সদস্য হিসাবে মানুষ যেসব জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিক বিধান, আইন প্রথা ও অন্যান্য গুণ ও অভ্যাস করে তার জটিল সমষ্টিই হচ্ছে সংস্কৃতি।