সেট - 3
1. শিলাস্তরে সিমা-র দুইটি প্রধান উপাদানের নাম লেখ।
উঃ সিলিকন ও ম্যাগনেশিয়াম।
2. বায়ুমণ্ডলে কার্ব ডাই অক্সাইডের ঘনত্ব কত?
উঃ ০.০৩ শতাংশ।
3. ট্রপোস্ফিয়ারে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা পরিবর্তনের হার কী?
উঃ গড়ে ৬.৫ ডিগ্রী সেন্টিগ্রেড করে কমে।
4. বায়ুসংস্থান শব্দটি প্রথম কে এবং কোন সালে ব্যবহার করেন?
উঃ ১৮৬৯ সালে জার্মান বিজ্ঞানী আরনস্ট হেকেল।
5. একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ দাও।
উঃ ছত্রাক।
6. পর্ণমোচী বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ চওড়া পাতাযুক্ত সুউচ্চ বৃক্ষ, শীতের প্রাক্কালে পাতা ঝড়ে যায় ও বসন্তে নতুন পাতা নির্গত হয়।
7. দুইটি প্রধান জৈব সম্পদের নাম লেখ।
উঃ কৃষি ও কৃষিজাত দ্রব্য, সামুদ্রিক শৈবাল।
8. NWDB-র পুরো নাম কী?
3: National Wasteland Development Board.
৬. ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়?
উঃ রিখটার স্কেলে।
10. ঘূর্ণবাত কী?
উঃ পৃথিবীপৃষ্ঠের উপর তাপের বৈষম্যের জন্য বায়ুর চাপের বৈষম্য লক্ষ করা যায়। এই বৈষম্য দূর করার জন্য বা চাপের সমতা রক্ষার জন্য চতুর্দিকে উচ্চচাপযুক্ত শীতল বায়ু, একটি
কেন্দ্রের অভিমুখে ধাবিত হয় এবং সে কেন্দ্রে প্রবেশ করে উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাত বলে।
11. PAN - বলতে কী বোঝ?
উঃ Peroxyacetyl Nitrate (পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট)।
12. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত আর্সেনিকের উর্দ্ধসীমা কত?
উঃ ০.০৫ মিগ্রা।
13. কয়েকটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখ।
উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।
14. ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
উঃ CFC.
15. একটি বিপন্ন প্রজাতির নাম লেখ।
উঃ একশৃঙ্গ গণ্ডার।
16. BOD - কী?
G: Biochemical Oxygen Demand.
17. ভূপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক জৈবটির নাম কী?
উঃ MIC গ্যাস।
18. কয়েকটি অপ্রচলিত শক্তির নাম লেখ।
উঃ সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রের জোয়ার ভাটার শক্তি।
19. E B Taylor এর মতে সংস্কৃতি কী?
উঃ সমাজের সদস্য হিসাবে মানুষ যেসব জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিক বিধান, আইন, প্রথা ও অন্যান্য গুণ ও অভ্যাস অর্জন করে তার জটিল সমষ্টিই হচ্ছে সংস্কৃতি।
20. অ্যালবেডো কী?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণতঃ তাপের সমতা রক্ষিত হয়। সৌরশক্তির যে অংশ বায়ুমণ্ডলে পৌঁছায় তাকে ১০০ শতাংশ ধরা হলে আগত সৌরশক্তি বিকিরণের ৩৪ শতাংশ বায়ুমণ্ডলের মেঘ, ধূলিকণা ইতাদি থেকে প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে পুনরায় মহাকাশে ফিরে যায়। একে অ্যালবেডো বলে।
21. অ্যাকুইফার কী?
উঃ প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলা স্তর থাকলে উপরের স্তর দিয়ে ঢুকে আসা জলের নিম্নগতি রুদ্ধ হয়। ফলে প্রবেশ্য শিলার মধ্যে জল ভাণ্ডার গড়ে ওঠে বলে একে অ্যাকুইফার বলে।
22. সামাজিক স্থিরতা বলতে কী বোঝ?
উঃ সামাজিক অবক্ষয় ও ধ্বংস থেকে সমাজকে সুরক্ষিত রাখার নাম হল সামাজিক স্থিরতা।
23. ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি কী কী?
উঃ ক। খরার ফলে মৃত্তিকার জলধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়ে ভূমিক্ষয় হয়।
খ। বৃক্ষচ্ছেদন, খনিজ পদার্থ উত্তোলন, কীটনাশক প্রয়োগ, রাসায়নিক সার ব্যবহারের ফলে ভূমির ক্ষয় হয়।
গ। একই জমিতে একই ফসল চাষের ফলে ভূমির ক্ষয় হয়।
ঘ। বিস্তৃত গো-চারণ ভূমি থাকলে বৃষ্টির সময় সেই স্থানের প্রবাহমান জলধারার ফলে ভূমিক্ষয় হয়।
24. সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের মধ্যে পার্থক্য কী?
উঃ শ্রুতিমধুর শব্দ সুরযুক্ত এবং শ্রুতিকটু শব্দ হল সুরবর্জিত শব্দ।
25. সৌরশক্তির কয়েকটি ব্যবহারের উল্লেখ কর।
উঃ ক। সূর্যালোকের তাপশক্তিকে কাজে লাগিয়ে রান্নার কাজ করা হয়।
খ। পরিবেশ দূষণের আশঙ্কা নেই।
গ। অর্থনৈতিক দিক থেকেও সুবিধা।
26. ইন সিটু কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন অভয়ারণ্য।
27. মাটি অনুর্বর হয়ে পড়ার দুটি কারণ লেখ।
উঃ ক। অবাধ বনকর্তন।
খ। অম্লবৃষ্টির ফলে মাটির গুণগত মানের অবক্ষয়।
28. বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝ? ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও অবস্থান লেখ।
উঃ জীব সংরক্ষণের জন্য বিশেষ পদ্ধতি। ভারতবর্ষে ১৯৮৬ সালে প্রথম নীলগিরি রিজার্ভ ফরেস্ট চালু হয়।
29. ম্যালথাসের জনবৃদ্ধির জ্যামিতিক প্রগতি ও পাটীগণিত বলতে কী বোঝ?
উঃ ১৭৮৯ সালে ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক বৃদ্ধি সম্পর্কে আলোকপাত করেন। ম্যালথাসের মতে জনসংখ্যার বৃদ্ধি হয় - ২,৪,৮,১৬,৩২,৬৪ এই হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে ১,২,৩,৪,৫,৬ এই হারে।
30. স্ট্রাটোস্ফিয়ার স্তরটি জীবজগতের পক্ষে গুরুত্বপূর্ণ কেন?
উঃ এই মণ্ডলে মেঘ নেই, ঝড় বৃষ্টিও নেই। এতে ওজোন স্তর বর্তমান, যা প্রাণীজগতকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে।
31. সবুজ বিপ্লব কথাটির অর্থ কী?
উঃ রাসায়নিক সার ও বীজ প্রয়োগের মাধ্যমে উন্নত প্রথায় চাষবাসের ফলে কৃষিতে যে পরিবর্তন দেখা যায় তাকে সবুজ বিপ্লব বলে।
32. সরলবর্গীয় বনভূমির প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ চিরসবুজ নরম কাঠের বৃক্ষ প্রজাতি ও বনবিড়াল, নেকড়ে বাঘ প্রভৃতি এই বনভূমিতে থাকে।
33. জীবনভাষণ প্রক্রিয়া কী?
উঃ যেসব দূষক পরিবেশে রূপান্তরিত বা পূর্ণগঠিত না হয়ে ক্রমশ জমে উঠত থাকে তাকে বদ্ধমূল দূষক বলে। এগুলি সঞ্চিত হয় বলেই একে জৈব সঞ্চায়ন বলে।
34. ধোঁয়াশা কী?
উঃ গাড়ি, কারখানার চিমনি ও উনুনের ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে যে কুয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে।
35. একটি পরিবেশ আইনের নাম লেখ।
উঃ ১৯৭৪ এ জলদূষণ আইন।
36. এক্স সিটু সংরক্ষণ কী?
উঃ এক্স সিটুতে প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে অন্যত্র নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। যেমন- চিড়িয়াখানা।
37. ম্যালথাসের তত্ত্ব সম্পর্কে মার্ক্স ও এঙ্গেলসের মত কী ছিল?
উঃ ম্যালথাসের তত্ত্বকে মার্কস ভ্রান্ত বলেছেন। কারণ
ক। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে শ্রমশক্তির বৃদ্ধি পায়।
খ। ম্যালথাসের দেখা এক ফসলী জমি একাধিক ফসলী জমিতে রূপান্তিরত হয়।
গ। প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতিতে ও সামাজিক উদারতার কারণে ম্যালথাসের তত্ত্ব ভ্রান্ত প্রমাণিত হয়।
38. রামসার কোথায়? এই স্থানটি বিখ্যাত কেন?
উঃ ইরানে। ১৯৭১ সালে জলাভূমি সংরক্ষণের জন্য সম্মেলন হয়।
39. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণীত হয়? এই আইন অনুযায়ী বায়ুদূষকের সংজ্ঞা কী?
উঃ ১৯৮৬ সালে। বায়ুমণ্ডলকে দূষণ করে এমন দূষককে বায়ুদূষক বলে।
40. ধারণ ক্ষমতা বলতে কী বোঝ?
উঃ একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানে কোন প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতাকে ধারণ ক্ষমতা বলে।
41. MIC এর পুরো নাম কী? যে ঘটনার সঙ্গে এটি সংশ্লিষ্ট সেটির নাম লেখ।
উঃ মিথাইল আইসোসায়ানেট। ভূপাল গ্যাস দুর্ঘট
42. বহিরাস্তরণ ক্ষয় ও প্রণামীক্ষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ কর।
উঃ বহিরাস্তরণ ক্ষয় নিয়ন্ত্রিত না হলে মৃত্তিকায় যে নালীর সৃষ্টি হয় তাকে প্রণালীক্ষয় বলে।
43. অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝ?
উঃ যে সমস্ত শক্তির উৎস থেকে ব্যবহারের উপযোগী শক্তি আহরণের প্রবণতা ক্রমশ বাড়ছে সেই সব শক্তির উৎসকে অপ্রচলিত শক্তি বলা হয়। যেমন বায়ুশক্তি।
44. সামাজিকীকরণ কথাটি বোঝাও।
উঃ যে অবিধিবদ্ধ শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেকোন বয়সের মানুষ সামাজিক সাংস্কৃতিক জগতে প্রবেশ করে নিজেকে সমাজের একজন সভ্য রূপে গড়ে তুলতে পারে তাকে সামাজিকীকরণ বলে।
45. জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কী? পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান ও একটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ জাতীয় উদ্যান হল প্রাকৃতিক সৌন্দর্যসহ উদ্ভিদ ও জীবজন্তুকে নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা। অন্যদিকে অভয়ারণ্য হল বিশেষ ধরণের উদ্ভিদ ও প্রাণীর জন্য সংরক্ষিত বনভূমি। জাতীয় উদ্যান - সুন্দরবন, অভয়ারণ্য - জলদাপাড়া।
46. সম্প্রদায় বা গোষ্ঠী বাস্তুসংস্থান কথাটি কি বোঝাও।
উঃ একটি বিশেষ পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের বা গোষ্ঠীর পারস্পরিক বসবাস ও পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কের বিন্যাস হল গোষ্ঠী বা সম্প্রদায় বাস্তুসংস্থান।
47. মানবজীবনের উপর কার্বন মনোক্সাইডের প্রভাব কী কী?
উঃ ক। এটি যেহেতু শ্বাসরোধকারী গ্যাস তাই এর প্রভাবে মৃত্যুও হতে পারে।
খ। এছাড়া শ্বাসকষ্ট, মাথার যন্ত্রণা, রক্তচলাচলে বাধা সৃষ্টি করে।
গ। হাইপোক্সিয়া সৃষ্টি করতে পারে।
48. সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে অবস্থিত?
উঃ কেরালায়।
49. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।
50. MIC কী?
St Methyl Isocyanate (মিথাইল আইসোসায়ানেট)।
51. BOD ও COD বলতে কী বোঝ?
উঃ B.OD বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বা জীব রাসায়নিক চাহিদা বলতে জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বাড়বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বোঝায়।
জলে উপস্থিত বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য যে অক্সিজেনের চাহিদা তাকে COD বা কেমিক্যাল অক্সিজেন ডিমাণ্ড বলে।
52. চীন, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের একটি করে বন্যাপ্রবণ নদীর নাম লেখ।
উঃ চীন - হোয়াংহো। বাংলাদেশ - পদ্মা ও তার শাখানদী। পাকিস্তান সিন্ধু। ভারত - গঙ্গা ও তার শাখানদী।
53. সাম্প্রতিককালে ভারতে সংঘটিত দুটি প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ কর?
উঃ সুপার সাইক্লোন ও ভূমিকম্প।
54. পৌর ধোয়ানী জলের প্রধান উপাদানগুলি কী কী?
উঃ কঠিন পদার্থ – ৭০০, দ্রবীভূত পদার্থ – ৫০০, উদ্বায়ী পদার্থ - ২০০, BOD - ৩০০, TOV5- ২০০, COD- ৪০০, নাইট্রোজেন ৪০, ফসফরাস - ১০।
55. চিরহরিৎ বনভূমির চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ঐ বনভূমির দুটি প্রাণীর নাম লেখ।
উঃ প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত, গাছ লম্বা, পাতা চওড়া। প্রাণী হল জাওয়ার, বানর। -
56. চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? ঐ আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?
উঃ সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট।
57. মাত্রা সম্পাত সম্পর্ক ও নিরাপদমাত্রা বলতে কী বোঝ?
উঃ বস্তুর বা দূষকের মাত্রা ও তার সম্পাদকালের উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের মাত্রা নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় মাত্রা সম্পাত সম্পর্ক।
যে দূষক একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করে এবং জীবকূলের উপর প্রভাব ফেলে সেই নির্দিষ্ট সহনশীল মাত্রা হল নিরাপদ মাত্রা।
58. চারটি দূষণ মুক্ত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখ।
উঃ সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি, জলশক্তি।
59. মৃত্তিকাক্ষয় বলতে কী বোঝ? বিভিন্ন ধরণের মৃত্তিকাক্ষয়ের নামগুলি উল্লেখ কর।
উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় একে।
মৃত্তিকা ক্ষয় তিন প্রকার। যথা- শিট মৃত্তিকা ক্ষয়, রির্ট মৃত্তিকা ক্ষয় ও নালী মৃত্তিকা ক্ষয়।
60. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন- পচাপাতা - ক্ষুদ্র জলজ প্রাণী - ছোট মাছ – বড় মাছ।