Translate

পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর ( Environment Science) সেট - ২ (CLASS 8TH -- 12TH, Competitive Exam)

 




                                                                         সেট - ২

1. গ্রেজিং খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের

মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে। যেমন- উদ্ভিদ হরিণ - বাঘ।

2. বায়োম কাকে বলে?

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।

3. গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিবহুল ভূমির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উঃ ২০০-২৫০ সেমি।

4. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।

উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।

5. ননডিগ্রেডেবল বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও।

উঃ গোবর।

6. সর্বপ্রথম কে কত সালে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করেন?

উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দে মার্কিন বিজ্ঞানী চার্লস।

7. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া।

8. PAN?

উঃ পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এর প্রভাবে ক্যান্সার ও চোখের রোগ হয়।

9. ভৌমজল কাকে বলে?

উঃ যে জল ফাটল দিয়ে ভূ-গর্ভের ভিতরে প্রবেশ করে অসংবদ্ধ শিলাখণ্ডের জলভাণ্ডার সৃষ্ট  করে তাকে ভৌমজল বলে।

10. পর্ণমোচী বনভূমির চারটি বৃক্ষের নাম কর?

উঃ ফার, পাইন, ওক, বীচ।

11. জীববৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা কর।

উঃ ক। জীববৈচিত্র্যের জন্যই পৃথিবী একমাত্র গ্রহ যা বাসস্থানের উপযুক্ত।

খ। জীববৈচিত্র্য পৃথিবীর বাস্তুতন্ত্রের নিয়ামক ও অপরিহার্য উপাদান।

গ। বায়ুমণ্ডল, জলমণ্ডলকে রক্ষার জন্যও জীববৈচিত্র্য উপযোগী।

12. ইনসিটু সংরক্ষণ কী?

উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন অভয়ারণ্য।

13. অভয়ারণ্যের গুরুত্ব বর্ণনা কর।

উঃ ক। বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলে ভারসাম্য বজায় থাকে।

খ। প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের যোগান অক্ষুণ্ণ থাকে।

গ। জীববৈচিত্র্য বজায় থাকে।

14. পরিবেশগত বিপর্যয় কাকে বলে?

উঃ পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি মানুষের পক্ষে প্রতিকূল হলে তাকে পরিবেশের বিপর্যয়

বলে।

15. বন কাকে বলে?

উঃ পৃথিবীর কোন স্থান বিশেষ করে পার্বত্য অঞ্চলে অভিকর্ষজনিত শক্তির ফলে ভূ-ভাগের কোন অংশ স্খলিত হলে তাকে ধস বলে।

16. বন্যার প্রাকৃতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

উঃ ক। কোন অঞ্চলে অত্যধিক বৃষ্টির ফলে নদীর জলধারণ ক্ষমতার অতিরিক্ত জল দুকূল প্লাবিত করে বন্যার কারণ হয়।

খ। ভূমিক্ষয় ও ধসের ফলে নদীর নাব্যতা কমে গেলে পাড়ে ভাঙন দেখা দেয় ও বন্যা হয়। গ। নদীর স্বাভাবিক গতিপথ কোন কারনে বাধাপ্রাপ্ত হলে বন্যা হতে পারে।

ঘ। শীতের শেষে বরফ গলে বন্যা হতে পারে।

17. মৃত্তিকাক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

উঃ ক। নির্বিচারে বৃক্ষছেদন ও বনভূমি ধ্বংস করা।

খ। পাহাড়ী ঢালে ধাপে ধাপে চাষ করা।

গ। ভূমির উপযুক্ত ব্যবহার না করা।

ঘ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা।

18. জলদূষণের কারণগুলি সংক্ষেপে বিবৃত কর।

উঃ ক। রাসায়নিক সার, কীটনাশক ঔষধপত্র জলে মিশ্রিত হলে।

খ। ঘর গৃহস্থালীর দৈনন্দিন আবর্জনা জলে যুক্ত হওয়ার ফলে।

গ। শিল্পের আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশ্রিত হওয়ার ফলে। ঘ। অতিরিক্ত ডিটাজেন্টি ব্যবহার করা যা অবশেষে জলাশয়ে মিশ্রিত হয়।

19. শক্তির প্রচলিত উৎস সমূহ কী কী?

উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।

20. ওজোন স্তরের কাজ কী?

উঃ সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি বিভিন্ন জীবের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। ওজোনস্তর এই রশ্মিকে শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। ফলে পৃথিবীর জীবরা এই রশ্মির মারাত্মক প্রভাব থেকে রক্ষা পায়।

21. ভূপাল দুর্ঘটনার প্রধান কারণগুলি কী?

উঃ ক। প্রশাসনিক গাফিলতি।

খ। শীতকালে, মাঝরাতে বিস্ফোরণ হয়েছিল।

গ। গ্যাসভর্তি ট্যাঙ্কের রেফ্রিজারেটার যন্ত্র বিকল হয়ে যায়।

ঘ। বায়ুশোধন করার যন্ত্রও খারাপ হয়ে গিয়েছিল।

22. পরিবেশের উপাদানগুলি কী কী?

উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা - উদ্ভিদ, প্রাণী ও অনুজীব। জল,

23. মৃত্তিকা কাকে বলে?

উঃ ভূ-ত্বকের উপরের আন্তরণ হল মৃত্তিকা।

24. বায়ুমণ্ডল বলতে কী বোঝ?

উঃ পৃথিবীপৃষ্ঠকে ঘিরে থাকা বাসীর আবরণকে বায়ুমণ্ডল বলে।

25. কোথায় সমুদ্রের জলে লবণের ভাগ কম?

উঃ নিরক্ষীয় অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সমুদ্রের জলে লবণের পরিমাণ ৩৫ শতাংশ।

26. গতিশক্তি কাকে বলে?

উঃ যে কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে গতিশক্তি বলে। যেমন বায়ুশক্তি, জলশক্তি।

27. জীব সম্পদ কয় প্রকার?

উঃ তিনপ্রকার উদ্ভিদ, প্রাণী ও জীবানু।

28. উড়ন্ত ছাই এর একটি উৎসের নাম লেখ

উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।

29. ডেসিবেল কাকে বলে?

উঃ শব্দমাপার একক।

30. পৃথিবীর দুটি ভূমিকম্প প্রবণ এলাকার নাম কর?

উঃ চীন, জাপান।

31. বায়ুমণ্ডলে দেখা যায় এরকম পাঁচটি গ্যাসের নাম কর।

উঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মোনোক্সাইড।

32. গ্রীষ্মমণ্ডলীয় মরশুমী বনভূমির চারটি উদ্ভিদের নাম লেখ।

উঃ শাল, সেগুন, বট, শিমুল।

33. বাজার কাকে বলে?

উঃ যে স্থানে উৎপাদন ও ভোগের বিনিময় বা আদান-প্রদান হয় সেই স্থানকে বাজার বলা হয়।

34. ভূমিকম্পের চারটি কারণ লেখ।

উঃ ক। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য।

খ। চলমান পাতের কারণে।

গ। পাহাড়ে ধস নামার জন্য।

ঘ। পারমাণবিক বোমা মাটির নীচে ফাটিয়ে পরীক্ষা করলে।

35. বায়ুদূষণের জন্য দায়ী চারটি গ্যাসের নাম লেখ।

উঃ কার্বন দাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।

36. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী জলস্রোত কাকে বলে?

উঃ সমুদ্র বা জোয়ারের জলকে।

37. পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী ক্ষতিকারক বস্তু কী?

উঃ পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী যে সব তরল, বায়বীয় বা কঠিন পদার্থ পরিবেশের উপাদানগুলিকে দূষিত করে তাদের ক্ষতিকারক বস্তু বলে।

38. ভূত্বক কাকে বলে?

উঃ কঠিন শিলা ও বিভিন্ন পাত বা প্লেট দিয়ে গঠিত ভূ-ভাগকে।

39. বায়ুমণ্ডলের স্তরগুলির নাম লেখ।

ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।

উঃ বায়ুমণ্ডলের স্তরগুলি হল-

40. চিরহরিৎ বনভূমির একটা উদাহরণ দাও।

উঃ দক্ষিণ আফ্রিকার বনভূমি।

41. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখ?

উঃ সুন্দরবন, জলদাপাড়া।

42. গরীব মানুষের তিনটি প্রধান সমস্যার কথা উল্লেখ কর।

উঃ ক। যথার্থ শিক্ষার প্রসার।

খ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি।

গ। পানীয় জলের সৃষ্ট ব্যবস্থা। 

43. কত সালে জোহানেসবার্গ কনফারেন্স অনুষ্ঠিত হয়?

উঃ ২০০৩ সালে।

44. পশ্চিমবঙ্গের যে কোন দুটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাম লেখ।

উঃ দক্ষিণ ২৪ পরগণা, জলপাইগুড়ি।

১. ১৯৭৪ সালের জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন অনুসারে গঠিত বোর্ডগুলির নাম লেখ।

উঃ কেন্দ্রীয় পর্ষদ, যৌথ পর্ষদ, রাজ্য পর্ষদ।

45. তাপমাত্রার বৈপরীত্য ব্যাখ্যা কর।

উঃ পৃথিবীর অক্ষাংশ, স্থলভাগ ও জলভাগের বিস্তার, সমুদ্র থেকে দূরত্ব ভূ-প্রকৃতি, বায়ুপ্রবাহ ইত্যাদির কারণে বায়ুমণ্ডলের তাপের যে পার্থক্য দেখা যায় তাকে তাপমাত্রার বৈপরীত্য বলে।

46. জনসংখ্যা বাস্তুসংস্থান এর গুরুত্ব উল্লেখ কর।

উঃ একটি বিশেষ প্রজাতির জনসংখ্যা সম্পর্কে অবহিত হয়ে সেই স্থানের সংশ্লিষ্ট প্রজাতির

সম্পূর্ণ চর্চা করার ক্ষেত্রে জনসংখ্যা বাস্তুসংস্থানের গুরুত্ব অপরিসীম।

47. জৈবসারের গুরুত্ব বর্ণনা কর।

উঃ মাটির গুণাগুণ রক্ষিত হয় ও ফলন ভালো হয়।

48. অনুর্বর ভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও।

উঃ যেসব পতিত জমি উৎপাদনে অক্ষম অর্থাৎ উর্বরতাশক্তিহীন সেই ধরণের জমিকে অনুর্বর ভূমি বলে ।

49. খরার কারণগুলি কী কী?

উঃ ক। বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ বেশি হলে।

খ। গ্রীন হাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে।

গ। প্রাকৃতিক ভারসাম্যহীনতা।

ঘ। জনসচেতনার অভাব।

50. সমুদ্র উপকূল ক্ষয় বলতে কী বোঝ?

উঃ সমুদ্র ও তটভূমির সংযোগস্থলকে উপকূল বা সমুদ্রতট বলে। এই তটভূমির উপর অসংখ্য ঢেউ আছড়ে পড়ে। এই সমুদ্র উপকূলের তীরভূমির ক্ষতি সৃষ্টিকারী বিপর্যয়কে উপকূলের ভাঙন বলে।

51. পৃথিবীর দুটি বড় বায়ুদূষণ ঘটনার নাম লেখ।

উঃ ভূপাল গ্যাস দূর্ঘটনা (১৯৮৪), বেলজিয়ামের মিউজ ভ্যালি (১৯৩০)।

52. চারটি জলবাহিত রোগের নাম লেখ

উঃ টাইফয়েড, কলেরা, জণ্ডিস, পোলিও।

53. শব্দদূষণের চারটি উৎসের নাম লেখ।

উঃ যানবাহন, কল-কারখানা, মাইকের আওয়াজ, বাজি-পটকার শব্দ।

54. শক্তি বনাঞ্চল তৈরী কাকে বলে?

উঃ শক্তি বনাঞ্চল হল বনাঞ্চল থেকে প্রাপ্ত শক্তি। গাছ ও গাছ থেকে প্রাপ্ত কাঠ মানব সভ্যতার পুরানো শক্তির উৎস বলা চলে।

55. বায়ুশক্তির গুরুত্ব বর্ণনা কর।

উঃ ক। বায়ুশক্তির দ্বারা সেচ ও পানীয় জল উত্তোলন করা যায়।

খ। বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রযুক্তিগত দিকও সহজ।

গ। রক্ষণাবেক্ষণ ছাড়া নিয়মিত অন্য কোন খরচ নেই।

56. মানব পরিবেশের উপর রাষ্ট্রসংঘের ঘোষণা পত্রের প্রথম অনুচ্ছেদটি কী? 

উঃ মানব পরিবেশের উপর রাষ্ট্রসংঘের ঘোষণা পত্রের প্রথম অনুচ্ছেদটি হল প্রস্তাবনা। এতে বলা হয়েছে, মানব জাতির অত্যাবশ্যক কাজ মানব পরিবেশকে রক্ষা করা এবং এর উন্নতি সাধন করা। বিশ্বব্যাপ্তি শান্তি সমৃদ্ধি ও প্রগতির মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য মানব পরিবেশকে যথাযথভাবে সুরক্ষিত রাখা বিশেষ জরুরী।