1. পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী?
উঃ পরিবশের দুটি প্রধান উপাদান হল ভৌত বা জড় ও জৈব। ভৌত উপাদান হল মাটি, আলো, জল এবং জৈব উপাদান হল উদ্ভিদ ও প্রাণী।
2. জলচক্র কী?
উঃ যে সুনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির ফলে জল তার উৎস স্থল থেকে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে জলের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার। আদান-প্রদান রীতিকেই জলচক্র বলে।
3. বাস্তু সংস্থান কাকে বলে?
উঃ মানুষ, প্রাণী, উদ্ভিদ ও জীবানু প্রভৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে জৈব ও অজৈব উপাদান সমূহের মধ্যে যে সুষ্ঠ ও সক্রিয় পদ্ধতিতে অবিরাম কাজ চলছে সেই সব বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করাকে বাস্ত সংস্থান বলে।
4. বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলি কী কী?
উঃ বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুইভাগে ভাগ করা যায়। যথা- প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক বাস্তুতন্ত্র হল দুই প্রকার। যথা- স্থলজ ও জলজ। স্থলজ বাস্তুতন্ত্রকে আবার তিনভাগে ভাগ করা যায়। যথা- বনভূমি, তৃণভূমি ও মরুভূমি। জলজ বাস্তুতন্ত্রকে মিষ্টিজল ও খরজল, এই দুই ভাগে ভাগ করা যায়। কৃত্রিম বাস্তুতন্ত্র দুইভাগে বিভক্ত। যথা- ফসল উৎপাদনকারী শস্যভূমি ও মহাকাশ।
5. খাদ্য জালিকা কী?
উঃ কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্যশৃঙ্খলগুলি খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে আলিকার মত গঠন সৃষ্টি করে তাকে খাদ্য জালিকা বলে।
6. পৃথিবীর জলাভূমির পরিমাণ কত?
উঃ পৃথিবীর জলাভূমির পরিমাণ হল প্রায় ৮৫,৫৮,০০০ বর্গ কিমি।
7. জীববৈচিত্র্য কী?
উঃ কোন একটি স্থানে পারস্পরিক ক্রিয়াশীল বিভিন্ন প্রকারের প্রাণী, উদ্ভিদ ও জীবানুর সমাবেশকে জীব বৈচিত্র্য বলে।
৪. উড়ন্ত ছাই এর একটা উৎস এর নাম লেখ।
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।
9. বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উঃ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালে।
10. ভারতে সংঘটিত একটি বড় ভূমিকম্পের উল্লেখ কর।
উঃ ১৯৩৭ সালে কলকাতায় সবথেকে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।
11. ধস কাকে বলে?
উঃ পৃথিবীর কোন স্থান বিশেষ করে পার্বত্য অঞ্চলে অভিকর্ষজনিত শক্তির ফলে ভূ-ভাগের কোন অংশ স্খলিত হলে তাকে ধস বলে।
12. মৃত্তিকা ক্ষয় কী?
উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে ।
13. চিপকো আন্দোলনের প্রধান দাবিটি কী ছিল?
উঃ বন ও বনের গাছের সংরক্ষণ।
14. কী কী ধরণের কয়লা প্রকৃতিতে পাওয়া যায়?
উঃ প্রকৃতিতে চার ধরণের কয়লা পাওয়া যায় - অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট।
15. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া, ফারাক্কা।
16. সৌরতাপ শক্তির দুটি ব্যবহার উল্লেখ কর।
উঃ সোলার কুকার ও সৌর বিদ্যুৎ।
17. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।
উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।
18. MIC কী?
উঃ মিক বা মিথাইল আইসোসায়ানেট কীটনাশক প্রস্তুত কারক কারখানা থেকে নির্গত গ্যাস যা
বায়ু দূষণ ঘটায়।
19. সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে অবস্থিত?
উঃ কেরালাতে।
20. ভারতে সংঘটিত একটি পরিবেশ বিপর্যয়ের উদাহরণ দাও।
উঃ উড়িষ্যার সুপার সাইক্লোন।
21. জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য কোন আইন ভারতে প্রচলিত আছে?
উঃ ভারতীয় সংবিধানের ২৫২ (১) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক জলদূষণ প্রতিরোধ ও
নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়।
22. জননায় বীমা বলতে কী বোঝ?
উঃ দূষণের ফলে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষকে সুরক্ষা দেবার জন্য যে আইন তাকে জনদায় বীমা বলে।
23. পরিবেশ আইন অনুযায়ী পরিবেশ কথার অর্থ কী?
উঃ পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী পরিবেশ কথার অর্থ হল জল, বায়ু, মাটি, মানুষ ও অন্যান্য সজীব প্রাণী, উদ্ভিদ, ক্ষুদ্রবস্তু ও প্রকৃতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক।
24. রিও ডি জেনিরো সম্মেলনের পর ভারতে পরিবেশ সংক্রান্ত কী আইন রচিত হয়? উঃ ১৯৯৩ সালে মানবাধিকার সুরক্ষা আইন বা নি প্রটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাট প্রণয়ন করা হয়।
25. আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি কী কী?
উঃ আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি হল খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, আশ্রয়, আয়, শিক্ষা, নিরপত্তা ও সামাজিক স্থিরতা প্রভৃতি।
26. স্থানান্তর কৃষি কাকে বলে?
উঃ জেবিকার তাগিদে কোন এক সময় মানুষ হিংস্র পশুকে পোষ মানিয়ে যাযাবর বৃত্তি ছেড়ে আশ্রয় ও খাদ্যের জন্য বনজঙ্গল কেটে চাষাবাদ শুরু করে। চাষাবাদের এই রীতির নাম হল স্থানান্তর কৃষি বা ঝুম চাষ।
27. সমুদ্রকে রত্নাকর বলে কেন?
উঃ সমুদ্র যেহেতু বিভিন্ন রত্নের আকর তাই সমুদ্রকে রত্নাকর বলা হয়। সমুদ্র হল জল, তেল, জ্বালানীর এক বিরাট উৎস। এ ছাড়াও সমুদ্রে এক বিশাল প্রাণী সম্পদ আছে।
28. যে কোন দুটি স্থলজ বারোমের নাম লেখ।
উঃ তৃণভূমি ও মরুভূমি।
29. ইন সিটু ও এক্স মিন্টু সংরক্ষণের দুটি মৌলিক পার্থক্য কী?
উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। কিন্তু এক্স সিটুতে প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে অন্যত্র নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য হল ইনসিটু সংরক্ষণ এবং চিড়িয়াখানা হল এক্স সিটু সংরক্ষণ।
30. বিপন্ন প্রজাতি বলতে কী বোঝ? একটা উদাহরণ দাও।
উঃ যে প্রজাতি অবলুপ্তির পরে তাকে বিপন্ন প্রজাতি বলে। যেমন- মেছো কুমীর।
31. বিশ্বব্যাঙ্ক কর্তৃক প্রচারিত দারিদ্রের সংজ্ঞা কী?
উঃ বিশ্বব্যাঙ্কের নীতি অনুযায়ী যে ব্যক্তির দৈনিক আয় ১ ডলারের কম তাকে দরিদ্র ব্যক্তি
32. বাজার বলতে কী বোঝ?
উঃ যে স্থানে উৎপাদন ও ভোগের বিনিময় বা আদান-প্রদান হয় সেই স্থানকে বাজার বলা হয়।
33. মানব সম্পদ বলতে কী বোঝ?
উঃ মানুষের শ্রম, বুদ্ধি যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত হয় তখন সেই মানুষকে মানব সম্পদ বলে।
34. তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কী কী?
উঃ ক্রমবর্ধমান জনসংখ্যা, দারিদ্রতা, সচেতনতার অভাব।
35. পরিবেশ আন্দোলন বলতে কী বোঝ?
উঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং পরিবেশের ক্ষতিসাধনকারী বিভিন্ন শক্তি সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে প্রতিবাদ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই হল পরিবেশ আন্দোলন
36. খরা ও অনাবৃষ্টির মধ্যে পার্থক্য কী?
উঃ যখন চাহিদার থেকে ২৫-৫০ ভাগ কম বৃষ্টিপাত হয় তখন তাকে খরা বলে। আর নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টি না হাল তাকে অনাবৃষ্টি বলে।
37. ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের একটি করে বন্যাপ্রবণ নদীর নাম লেখ।
উঃ ভারতের বন্যা প্রবণ নদী হল গঙ্গা ও তার শাখা নদী। বাংলাদেশের পদ্মা ও তার শাখানদী। পাকিস্তানের সিন্ধু ও চীনের হোয়াংহো।
38. বিংশ শতাব্দীর প্রথম দিকে শক্তির উৎসগুলি কী কী ছিল? উঃ সৌরশক্তি, জল শক্তি, বায়ু শক্তি, কয়লা ও পেট্রোলিয়াম প্রভৃতি।
39. জলবিদ্যুৎ উৎপাদনের মূল নীতি কী?
উঃ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃত্রিম জলাধার তৈরী করতে হয়। সেই জলাশয়ে সঞ্চিত জন তীব্র বেগে করে তার সাহায্যে টারবাইন ঘোরানো হয় ও জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
40. পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয় গঙ্গা দূষণ প্রতিরোধ কর্মসূচীতে যোগ দিয়েছিল?
উঃ বর্ধমান, কোলকাতা, কল্যাণী, যাদবপুর বিশ্ববিদ্যালয়।
41. গঙ্গানুষণ সমস্যার তিনটি প্রধান কারণ লেখ।
উঃ ক। ২৭ টি শহরের গৃহস্থালীর বর্জ্য পদার্থ গঙ্গায় নিক্ষেপ। খ। তীরবর্তী হাজার হাজার কলকারখানায় বর্জ্য পদার্থ নিক্ষেপ। গ। তীরবর্তী কৃষিজমির সার ও কীটনাশক ধোয়ানি।
42. বায়ুদূষণ বলতে কী বোঝ?
উঃ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ ও পরিবেশের ক্ষতি করে একেই বায়ুদূষণ বলে।
43. বসুন্ধরা সম্মেলন কোন বছরে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে।
44. নীরব বসন্ত বইটির রচয়িতা কে?
উঃ রাচেল কার্সন।
45. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
উঃ কেরালা।
46. কোথায় পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে ৩রা জুন থেকে ১৪ ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
47. মোটর গাড়ীর ধোঁয়াতে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তার মধ্যে চারটির নাম কর।
উঃ নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড।
48. গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভূমি বলতে কী বোঝায়?
উঃ জীববৈচিত্র্যময় সম্পসে অদ্বিতীয় নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত বনভূমিকে গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভুমি বলে। এখানে সারাবছর তাপমাত্রা ও আর্দ্রতা মোটামুটি একইরকম থাকে। সারাবছর ধরে বৃষ্টি হয়। এই বনভূমিতে আলোক সন্ধানী লতানে ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায়। নিশাচর ও গেছো প্রাণীদের বসবাসের ক্ষেত্র এই বনভূমি ।
49. রাইজোবিয়াম কী ও এটি কোন কাজে ব্যবহৃত হয়েছে?
উঃ মাটিতে বসবাসকারী উপকারী মিথোজীবি ব্যাকটেরিয়া। এরা শিল্পী গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে বসবাস করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে।
49. জলচক্র বলতে কী বোঝ?
উঃ যে সুনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির ফলে জল তার উৎস স্থল থেকে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে জলের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার আদান-প্রদান রীতিকেই জলচক্র বলে।
50. জীববৈচিত্র্যকে কেন একটি অর্থনৈতিক সম্পদ বলা হয়?
উঃ জীববৈচিত্র্যের গুরুত্ব আজ সর্বজন স্বীকৃত। খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনে এবং মানুষ ও প্রাণীর জীবনধারণের জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা যথেষ্ট। বনসম্পদ, জলসম্পদ, জীবানুসম্পদ প্রত্যেকটিই অর্থনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ।
51. BOD বলতে কী বোঝ?
উঃ পরিত্যক্ত ধোয়ানীতে যেসব জৈব পদার্থ থাকে তার জারণের জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় তাকে জৈবরাসায়নিক অক্সিজেন চাহিদা বা Biochemical Oxygen Demand বলে; যা সংক্ষেপে BODI
52. পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও তিনটি অভয়ারণ্যের নাম লেখ।
উঃ জাতীয় উদ্যান - সুন্দরবন, অভয়ারণ্য - জলদাপাড়া, সজনেখালি, গরুমারা।
53. তাপমাত্রার বৈপরীত্য কাকে বলে?
উঃ গ্রীন হাউস গ্যাসের গাঢ়ত্ব বৃদ্ধির ফলে তাপমাত্রার যে অস্বাভাবিক পরিবর্তন হয় তাকে
তাপমাত্রার বৈপরীত্য বলে।
54. বিশ্বব্যাঙ্ক প্রদত্ত দারিদ্র্য কথাটির সংজ্ঞা দাও।
উঃ বিশ্বব্যাঙ্কের নীতি অনুযায়ী যে ব্যক্তির দৈনিক আয় ১ ডলারের কম তাকে দরিদ্র ব্যক্তি বলে।
55. ভারতের ধসপ্রবণ এলাকাগুলির নাম লেখ।
উঃ কার্সিয়াং, লোধামা, মহানদী, রাম্মাম, সিরিখোলা, চুনাভাটি ইত্যাদি।
56. মনুষ্যসৃষ্ট বন্যার কারণগুলি সংক্ষেপে উল্লেখ কর।
উঃ ক। জলাধারগুলি থেকে হঠাৎ জল ছাড়া।
খ। নদী ও নদীবাঁধ গুলির দীর্ঘদিন সংস্কার না করা।
গ। নদীর পলি না সরিয়ে উদ্বৃত্ত নোংরা আবর্জনা ফেলে নদীর নাব্যতা কমিয়ে ফেলা।
57. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৭৪ অনুযায়ী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কাজ কী?
উঃ ক। জলদূষণ নিয়ন্ত্রনে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া।
খ। বিভিন্ন স্থানে জলদূষণ সম্বন্ধীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে তার প্রতিরোধের ব্যবস্থা করা।
গ। জল দূষণ বিষয়ে সাধারণ জনগণকে সজাগ করে তোলা।
58. ১৯৯১ সালের জনদায় বীমা আইনের প্রধান উদ্দেশ্য কী?
উঃ ১৯৯১ সালের জনদায় বীমা আইনের মূল উদ্দেশ্য ক্ষতিকারক বস্তু নিয়ে কাজ করার ক্ষেত্রে দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দ্রুত আর্থিক সাহায্য দান করে তাকে সহায়তা করা।